স্কুলে মেয়েকে নিতে এসে মা নিখোঁজ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখনো খোঁজ মেলেনি লামিয়া আক্তার সোনিয়া নামের এক নারীর। তার সন্ধানে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন খালাতো বোন সাথী আক্তার।
আজ সোমবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কলেজের মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাথী আক্তার। তিনি জানান, দুপুরে তার খালা লামিয়া আক্তার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আসমাউল হোসনা জাইরাকে স্কুল থেকে আনতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ। যদিও আসমাউল হোসনাকে নিরাপদে পাওয়া গেছে এবং স্কুল কর্তৃপক্ষ তাকে অভিভাবকদের কাছে হস্তান্তর করেছে।
সাথী জানান, ফেসবুকে একটি পোড়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখেছেন, যা তার খালার বলে সন্দেহ হচ্ছে। সেই সূত্র ধরেই খোঁজ চালাচ্ছেন তারা।
সাথীর স্বামী আলমগীর হোসেন বলেন, ‘আমরা ঢাকার সব হাসপাতালে গিয়েছি। কিন্তু কোথাও খালার সন্ধান পাইনি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।’
বিমান বিধ্বস্তের ঘটনায় যারা নিখোঁজ রয়েছেন, তাদের অনেক স্বজন এখনো ঘটনাস্থলে এসে খোঁজখবর নিচ্ছেন। কেউ প্রিয়জনদের ছবি দেখাচ্ছেন, কেউ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে জানতে চাইছেন—ভেতরে কেউ এখনো আছে কি না, উদ্ধার কাজ শেষ হয়েছে কি না।
প্রসঙ্গত, দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি একাডেমিক ভবনে বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ২০ জন নিহত এবং দেড় শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।