অভিনেত্রী প্রসূন আজাদের বাবা নিখোঁজ

লাক্স সুপারস্টার খ্যাত অভিনেত্রী প্রসূন আজাদের বাবা, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আজাদ হোসেন নিখোঁজ রয়েছেন। শুক্রবার বিকেল ৪টা থেকে তার কোনো খোঁজ মিলছে না বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এক ফেসবুক পোস্টে প্রসূন লেখেন, ‘আমার আব্বুকে কেউ রাস্তায় বা হাসপাতালে বা যেকোনো জায়গায় দেখলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। শুক্রবার বিকেল চারটা থেকে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। মুঠোফোনও সঙ্গে নেয়নি।’
প্রসূন গণমাধ্যমকে জানান, তার বাবার সঙ্গে প্রতিদিনই যোগাযোগ থাকে, বিশেষ করে তার সন্তানদের সঙ্গে তিনি দিনে ৫-৬ বার ভিডিও কলে কথা বলেন। কিন্তু শুক্রবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার বাবা মালিবাগ এলাকায় থাকেন, আর প্রসূনের বাসা টিকাটুলীতে।
নিখোঁজের খবরে উদ্বেগ প্রকাশ করে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, শহিদ উন নবী, রাশিদ পলাশসহ অনেকেই।
প্রসূনের মা শাহানা বেগমও একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। মেয়ের ভাষ্যে, ‘আমরা ভেবেছিলাম, আব্বু হয়তো ফিরে আসবেন বা আমরা কোনোভাবে তাকে খুঁজে পাবো। কিন্তু এখন থানায় অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছি।’
আজাদ হোসেনের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে প্রসূন জানান, তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন এবং কিছুদিন আগে স্ট্রোক করেছিলেন। তাই সাম্প্রতিক সময়ে তাঁর জীবনযাপনে পরিবর্তন আনতে হয়েছিল।
কাউকে সন্দেহ করা হচ্ছে কিনা এমন প্রশ্নে প্রসূন বলেন, ‘আমার আব্বার কারও সঙ্গে কোনো বিরোধ ছিল না। তিনি ছিলেন প্রাণবন্ত, আড্ডাপ্রিয় এবং পরোপকারী মানুষ। কোরবানির সময় একজন অসহায় মানুষকে নিজের টাকা দিয়ে ঘর বানিয়ে দিয়েছেন। জানি না, আমার সেই আব্বু কোথায় আছেন, কেমন আছেন?’
উল্লেখ্য, প্রসূন আজাদ ২০১২ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন। এরপর নিয়মিত নাটক ও চলচ্চিত্রে অভিনয় করলেও বর্তমানে অভিনয় থেকে কিছুটা দূরে রয়েছেন। এখন সংসার ও দুই সন্তানকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।