ইন্দোনেশিয়ায় স্কুল ধসে এখনো ৯১ জন নিখোঁজ
ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের সিদোয়ারজো শহরে একটি ইসলামি বোর্ডিং স্কুল ধসে পড়েছে। এতে তিনজন নিহত হয়েছেন এবং অন্তত ৯১ শিক্ষার্থী ও কর্মী নিখোঁজ রয়েছেন।
সোমবার বিকেলে ‘আল খোজিনি’ বোর্ডিং স্কুলের নামাজঘরের নিচতলায় শিক্ষার্থীরা নামাজ আদায় করছিলেন, এ সময় ওপরের নির্মাণাধীন তলা ধসে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় উদ্ধার সংস্থার প্রধান জানান, ধ্বংসস্তূপে ছয়জন জীবিত থাকার ইঙ্গিত পাওয়া গেছে। তবে ঝুঁকিপূর্ণ কাঠামোর কারণে ভারী যন্ত্রপাতি ব্যবহার সম্ভব হচ্ছে না। হাতেই উদ্ধার কাজ চালাচ্ছেন কর্মীরা।
দুর্বল ভিত্তি স্তম্ভকে দুর্ঘটনার কারণ হিসেবে দায়ী করেছে ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। তারা ভবন নির্মাণে কঠোর নিরাপত্তা মান বজায় রাখার আহ্বান জানিয়েছে।
ঘটনাস্থলে স্বজনদের কান্না আর আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নিখোঁজ ৯১ জনকে উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান চলছে।



























