রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

কুড়িগ্রাম প্রতিনিধি:

প্রকাশিত: ১৪:২৮, ৬ অক্টোবর ২০২৫

কুড়িগ্রামে পানিতে ভেসে আসা গাছ ধরতে গিয়ে নিখোঁজ ১

কুড়িগ্রামে পানিতে ভেসে আসা গাছ ধরতে গিয়ে নিখোঁজ ১
ছবি: সংগৃহীত

উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে ওঠা নদীতে ভেসে আসা গাছ ধরতে গিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের খেলার ভিটা এলাকায় দুধকুমার নদে এ দুর্ঘটনা ঘটে।

‎নিখোঁজ ব্যক্তির নাম মনসুর আলী (৪৫)। তিনি বেবরবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খামার নকুলা গ্রামের বাসিন্দা এবং পেশায় ধান ব্যবসায়ী ছিলেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নামা ঢলে দুধকুমার নদে পানি বৃদ্ধি পেয়েছে। ভারতের দিক থেকে ভেসে আসছে শত শত গাছের গুঁড়ি ও কাঠের টুকরো। সোমবার সকালে এসব গাছ ধরতে নদীতে নামেন মনসুর আলী। নদীতে তখন প্রবল স্রোত বয়ে যাচ্ছিল। একপর্যায়ে তিনি স্রোতে ভেসে যান।

‎পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে খবর দেওয়া হয় নাগেশ্বরী ফায়ার সার্ভিসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে নিখোঁজ ব্যক্তির এখনো সন্ধান পাওয়া যায়নি।

‎নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তাদের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে। এখনো নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা যায়নি।

‎উল্লেখ্য, গত কয়েকদিন ধরে কুড়িগ্রামের বিভিন্ন নদ–নদীতে ভারতের দিক থেকে ভেসে আসা গাছের গুঁড়ি দেখতে পাওয়া যাচ্ছে। স্থানীয় অনেকেই এসব কাঠ ধরতে নদীতে নামছেন।

সদ্য সংবাদ/এসএইচ

সর্বশেষ