রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

যুদ্ধবিমান

যুদ্ধবিমান

চীন থেকে ২০টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, ব্যয় ২৭ হাজার কোটি টাকা

চীন থেকে ২০টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, ব্যয় ২৭ হাজার কোটি টাকা

বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। চীনের তৈরি ২০টি জে-১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার প্রস্তাব প্রায় চূড়ান্তের পথে। এই ৪.৫ জেনারেশনের অত্যাধুনিক যুদ্ধবিমান কেনা, প্রশিক্ষণ ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়সহ পুরো প্রকল্পের খরচ ধরা হয়েছে প্রায় ২২০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ হাজার ৬০ কোটি টাকা। সরকারি সূত্রে জানা গেছে, চুক্তিটি সরকারে সরকারে (জিটুজি) পদ্ধতিতে সম্পন্ন করা হতে পারে। চলতি ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন শুরু হবে বলে আশা করা হচ্ছে। গণমাধ্যমের হাতে আসা নথিপত্র অনুযায়ী, যুদ্ধবিমানগুলোর দাম ও অন্যান্য খরচ ১০ বছরের মধ্যে, অর্থাৎ ২০৩৫-৩৬ অর্থবছর পর্যন্ত পরিশোধ করতে হবে।

যুদ্ধবিমান বিধ্বস্ত: নগরীর উপর প্রশিক্ষণ নিয়ে নতুন বিতর্ক

যুদ্ধবিমান বিধ্বস্ত: নগরীর উপর প্রশিক্ষণ নিয়ে নতুন বিতর্ক

বাংলাদেশে গত কয়েক দশকের সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনার পর মঙ্গলবার সারাদেশে শোক পালন করা হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিত ছিল, ধর্মীয় উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন হয়। সোমবার ঢাকা শহরের কুর্মিটোলা বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ বিমানবাহিনীর (বিএএফ) একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হলে কমপক্ষে ৩১ জন নিহত ও ১৭০ জনের বেশি আহত হন। নিহতদের মধ্যে ২৫ জন শিশু, একজন শিক্ষক ও পাইলট রয়েছেন, মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সায়েদুর রহমান। তিনি জানান, দগ্ধ অবস্থায় অন্তত ৮৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।