গুজবে কান না দেয়ার অনুরোধ বিমানবাহিনীর
দেশের এই সংকটময় সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
মঙ্গলবার (২২ জুলাই) বিমান দুর্ঘটনায় নিহত বৈমানিকের জানাজা শেষে সংবাদকর্মীদের তিনি বলেন, ‘তথ্য গোপনের কিছু নেই। দুর্ঘটনা হলে সেটি দুর্ঘটনাই, তা লুকিয়ে রাখার কোনো কারণ নেই।’
তিনি জানান, ইতোমধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখবে। যদি তদন্তে কোনো ত্রুটি বা ভুল প্রমাণিত হয়, তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
বিমানবাহিনী প্রধান আরও বলেন, ‘পাইলট তার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বিমানটিকে জনবসতিহীন কোনো স্থানে নামাতে। তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন।”
তিনি অনুরোধ করে বলেন, ‘দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান দেবেন না। একটি শক্তিশালী বিমানবাহিনী একটি স্বাধীন দেশের সার্বভৌমত্ব রক্ষায় অপরিহার্য। গুজবের মাধ্যমে এই শক্ত ভিত্তিকে দুর্বল করে তুলবেন না।’
আহতদের দ্রুত আরোগ্য লাভই এখন মূল লক্ষ্য বলে জানান তিনি। পাশাপাশি বলেন, ‘দুর্ঘটনার স্থান ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা দুঃখজনক। এখানে কিছু গোপন করার কিছু নেই, সবকিছু খোলামেলাভাবে তদন্ত করা হবে।’
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বিমান রক্ষণাবেক্ষণে আমরা কখনোই আপস করি না। প্রতিদিনই আমরা এ সংক্রান্ত ব্যবস্থা নিই। এই দুর্ঘটনা থেকে অবশ্যই আমরা শিক্ষা নেব।’
তিনি আরও বলেন, ‘প্রযুক্তি পুরনো হতে পারে, কিন্তু বিমানগুলো নয়। প্রতিটি বিমানের নির্ধারিত একটি মেয়াদ থাকে। এক বা দুই যুগ ধরে ব্যবহৃত হলেও মূল বিষয় হলো রক্ষণাবেক্ষণ। আমরা প্রতিটি বিমানের যথাযথ মেরামত ও রক্ষণাবেক্ষণ করি।’



























