বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫২, ২২ জুলাই ২০২৫

আপডেট: ১৬:০২, ২২ জুলাই ২০২৫

বিমান দুর্ঘটনায় হতাহতের তালিকা প্রকাশ

বিমান দুর্ঘটনায় হতাহতের তালিকা প্রকাশ
ছবি: সংগৃহীত

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় প্রকাশিত তালিকা অনুযায়ী, নিহতের সংখ্যা ২৭ জনেই অপরিবর্তিত থাকলেও আহত ও চিকিৎসাধীন ব্যক্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭০ জনে।

আহতদের মধ্যে ৪৩ জনের চিকিৎসা চলছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং ২৩ জন চিকিৎসাধীন রয়েছেন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। চিকিৎসাধীনদের মধ্যে ৪০ জন শিক্ষার্থী, ৬ জন শিক্ষক, ১৫ জন সেনা সদস্য, একজন করে পুলিশ সদস্য, দমকলকর্মী, স্কুল স্টাফ, গৃহকর্মী ও ইলেক্ট্রিশিয়ান রয়েছেন। আরও চারজনের পরিচয় এখনও শনাক্ত হয়নি।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক সহকারী ডা. সায়েদুর রহমান জানান, তখন পর্যন্ত ২৭ জন নিহত এবং ৭৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নিহত ২৭ জনের মধ্যে ২৩ জনই শিশু। বাকি চারজনের মধ্যে রয়েছেন একজন পাইলট, একজন শিক্ষক এবং দুজন অভিভাবক।

এ পর্যন্ত ২০টি মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে স্কুল চলাকালীন বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় সার্ধশতাধিক মানুষ হতাহত হন, যাদের অধিকাংশই কোমলমতি শিক্ষার্থী। ঘটনার পর মঙ্গলবার সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।