ফজলুর রহমানের মনোনয়নে এলাকাজুড়ে উচ্ছ্বাস
কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিটামইন, অষ্টগ্রাম) আসনে বিএনপির প্রার্থী হিসেবে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের নাম ঘোষণায় এলাকাজুড়ে দেখা দিয়েছে আনন্দ ও উচ্ছ্বাস। প্রার্থিতা ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাসের ঢেউ ছড়িয়ে পড়ে। কিশোরগঞ্জের ছয়টি আসনের মধ্যে চারটিতে এবার প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে দুটি আসনে হেভিওয়েট প্রার্থী মনোনয়ন দেওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। সেই দুই আসনের একটি হলো কিশোরগঞ্জ-৪, যেখানে বহু পরীক্ষার পর আবারও মনোনয়ন পেলেন অ্যাডভোকেট ফজলুর রহমান।