বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৪, ১৯ জুলাই ২০২৫

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুর

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুর
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের কমলপুর পঞ্চবটি পুকুরপাড় এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫টি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে কমলপুর পঞ্চবটি পুকুরপাড় এলাকার যুবকদের সঙ্গে ভৈরবপুর দক্ষিণপাড়া কসাইহাটি এলাকার যুবকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কসাইহাটি এলাকার কিশোররা পঞ্চবটি বালুর মাঠে ফুটবল খেলতে গেলে পুকুরপাড় এলাকার যুবকরা তাদের বাধা দেয়। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে কসাইহাটি এলাকার কিশোরদের মারধর করে পুকুরপাড়ের যুবকরা। পরে সন্ধ্যায় বিষয়টি মীমাংসার জন্য কসাইহাটির যুবকেরা আবার গেলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। রাত ১০টায় কসাইহাটি এলাকার যুবকরা পুকুরপাড় এলাকায় হামলা চালায়।

উভয়পক্ষ দা, বল্লম, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুকুরপাড় এলাকায় ১৫টির মতো দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর করা হয়। সংঘর্ষে পুকুরপাড় এলাকার তামিম ও কসাইহাটি এলাকার রাহাতসহ পাঁচজন আহত হয়েছেন।

ভৈরব থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় সংঘর্ষ থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কসাইহাটি এলাকার রিফাত ও রাহাত বলেন, আমরা মাঠে খেলতে গিয়েছিলাম। পুকুরপাড় এলাকার যুবকরা আমাদের বাধা দিয়ে বল রেখে দেয় এবং মারধর করে। পরে আমাদের এলাকার বড় ভাইয়েরা ঘটনাটি জানতে চাইলে তাদের ওপরও হামলা চালানো হয়।

অন্যদিকে, পুকুরপাড় এলাকার আরমান ভূঁইয়া বলেন, মাঠে খেলাকে কেন্দ্র করে ঝগড়া হয়েছিল ঠিকই, তবে কসাইহাটির যুবকদের হঠাৎ হামলার কোনো কারণ ছিল না। তারা আমাদের এলাকায় এসে অতর্কিতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে গেছে।

ক্ষতিগ্রস্ত দোকানদার রুবেল মিয়া বলেন, আমি জানি না মাঠে কী ঘটেছে। হঠাৎ কিছু যুবক এসে আমাদের দোকান ও ঘরে হামলা চালায়। দোকানে নগদ টাকা ছিল, সব লুট করে নিয়ে গেছে। আমরা নিরপরাধ, কিন্তু ক্ষতির শিকার হয়েছি। এর সুষ্ঠু বিচার চাই।

পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ক্ষয়ক্ষতি হয়েছে। উভয়পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 

সর্বশেষ