ব্রহ্মপুত্রে নৌকাডুবে দুই বোনের মৃত্যু, সাঁতরে বাঁচলেন বাবা-মা
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ছোট বোন নীহা (৯)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে। এর আগেই শুক্রবার বিকেলে মারা যান বড় বোন নীলা (১৭)। হৃদয়বিদারক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে, প্রতিবেশীদের মাঝেও নেমেছে শোকের মাতম।