ফজলুর রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে উত্তাল অষ্টগ্রাম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে হত্যার হুমকি ও তার বাসার সামনে সন্ত্রাসী মবের তাণ্ডবের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে কিশোরগঞ্জের অষ্টগ্রাম।
মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে মুক্তিযোদ্ধা ও জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা ফজলুর রহমানের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র প্রতিরোধের ঘোষণা দেন। একই দিন কিশোরগঞ্জের ইটনাতেও প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা রওশন আলী রুশো, নবী হোসেন তজু মিয়া, এসএম কামাল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল, কৃষকদলের সভাপতি মো. হাবিবুল হান্নান, যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট তানজির সিদ্দিকী রিয়াদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম অপু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনসুর আলম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মুকুল হোসেন প্রমুখ।
এর আগে মুক্তিযোদ্ধা সংসদের সামনে সমাবেশের পূর্বে কয়েক হাজার ছাত্র-জনতা, মুক্তিযোদ্ধা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের হয়। ইটনার পুরানবাজারে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বাজার ও উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে ফজলুর রহমানের পক্ষে স্লোগান দেওয়া হয়, যা দিয়ে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে।
বক্তারা অভিযোগ করেন, ষড়যন্ত্রের অংশ হিসেবেই বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তারা এসব ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা হুঁশিয়ার করে বলেন, সরকার যদি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে প্রয়োজন হলে ইটনা-মিঠামইন-অষ্টগ্রামের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঢাকা অভিমুখে মার্চ করা হবে। তারা আরও বলেন, হাওরের হৃদস্পন্দন ফজলুর রহমানকে রাজনীতি থেকে মাইনাস করার ক্ষমতা কারও নেই। তাকে সরানোর যে কোনো ষড়যন্ত্র জনগণ দাঁতভাঙা জবাব দেবে।