বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২০, ৭ সেপ্টেম্বর ২০২৫

ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করতে চালককে হত্যা, আটক ৩

ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করতে চালককে হত্যা, আটক ৩
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করতে গিয়ে চালককে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়ায় সময় তিন যুবককে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। 

রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রায়টুটী ইউনিয়নের গোয়ারা ব্রিজে এলাকায় ঘটনাটি ঘটে। আটককৃত তিনজন হলো আশরাফুল ইসলাম (২০), মো.নাঈম (১৯) ও মো. দুর্জয় (২০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে তিন যুবক কালীপদ সূত্রধরের অটোরিকশাটি ভাড়া নেন ঘুরতে যাওয়ার কথা বলে । রায়টুটী ব্রিজ এলাকায় পৌঁছালে তারা অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দিলে চালকের শরীরে উপর্যুপরি ছুরিকাঘাত করে। 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত অটোরিকশাচালকের নাম কালীপদ চন্দ্র সূত্রধর (৪০)। 

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাফর ইকবাল ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, আটক তিনজনের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ