পাঁচদিন পর পাটক্ষেতে মিলল শিশু রোজার মরদেহ

কিশোরগঞ্জ সদর উপজেলার চর মারিয়া গ্রামে পাঁচদিন আগে নিখোঁজ হওয়া ছয় বছরের শিশু রোজা মনির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) সকালে মারিয়া এলাকার একটি পাটক্ষেতে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
রোজা মনি উপজেলার মোহাম্মদ সুমন মিয়ার মেয়ে। পরিবারের সদস্যরা জানান, গত রোববার বিকেলে বাড়ির সামনের রাস্তায় খেলছিল রোজা। এরপর হঠাৎই সে নিখোঁজ হয়ে যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে শুক্রবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরের একটি পাটক্ষেতে তার মরদেহ পাওয়া যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও বলেন, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীলভাবে তদন্ত করা হচ্ছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।