কিশোরগঞ্জ-১ আসনে
বিএনপি’র মনোনয়ন প্রত্যাশা করে, প্রার্থিতা ঘোষণা জননেতা মাজহারুল ইসলামের
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশা করে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেছেন জেলা বিএনপি’র তিনবারের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জনাব মাজহারুল ইসলাম।
বুধবার (১৫ অক্টোবর ) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সংবাদ সম্মেলনে জনাব মাজহারুল ইসলাম বলেন, "দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি সবসময় দল ও এলাকার মানুষের পাশে ছিলাম। তিনবার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে কিশোরগঞ্জের আপামর জনতার সাথে আমার নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও এলাকার উন্নয়নের জন্য কাজ করতে চাই। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল যদি আমাকে সুযোগ দেয়, তবে আমি কিশোরগঞ্জ-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত।"
তিনি আরও বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমি এই আসনে কাজ করে যাচ্ছি। আমি বিশ্বাস করি, জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে এই আসনের জনগণ ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করবে।"
সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে মাজহারুল ইসলাম কে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি জোর দাবি জানান।
উল্লেখ্য, কিশোরগঞ্জ-১ আসনটি সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত। জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ এই আসনে জনাব মাজহারুল ইসলাম কে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
মশিউর রহমান চন্দন/এসএইচ



























