রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৯, ১৫ অক্টোবর ২০২৫

কিশোরগঞ্জ-১ আসনে

বিএনপি’র মনোনয়ন প্রত্যাশা করে, প্রার্থিতা ঘোষণা জননেতা মাজহারুল ইসলামের

বিএনপি’র  মনোনয়ন প্রত্যাশা করে, প্রার্থিতা ঘোষণা জননেতা মাজহারুল ইসলামের
ছবি: বিবিসি

​আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশা করে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেছেন জেলা বিএনপি’র তিনবারের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জনাব মাজহারুল ইসলাম।

বুধবার (১৫ অক্টোবর ) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

​সংবাদ সম্মেলনে জনাব মাজহারুল ইসলাম বলেন, "দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি সবসময় দল ও এলাকার মানুষের পাশে ছিলাম। তিনবার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে কিশোরগঞ্জের আপামর জনতার সাথে আমার নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও এলাকার উন্নয়নের জন্য কাজ করতে চাই। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল যদি আমাকে সুযোগ দেয়, তবে আমি কিশোরগঞ্জ-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত।"

​তিনি আরও বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমি এই আসনে কাজ করে যাচ্ছি। আমি বিশ্বাস করি, জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে এই আসনের জনগণ ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করবে।"

​সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে মাজহারুল ইসলাম কে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি জোর দাবি জানান।

​উল্লেখ্য, কিশোরগঞ্জ-১ আসনটি সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত। জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ এই আসনে জনাব মাজহারুল ইসলাম কে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

মশিউর রহমান চন্দন/এসএইচ

সর্বশেষ