বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৭:৩৭, ২৪ সেপ্টেম্বর ২০২৫

কেমন হতে পারে ভারতের বিপক্ষে টাইগার একাদশ

কেমন হতে পারে ভারতের বিপক্ষে টাইগার একাদশ
ছবি: সংগৃহীত

এশিয়া কাপে আজ শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।এরপরও ভারত হারে, ক্রিকেটে শক্তিশালী প্রতিপক্ষরাও কখনো কখনো মুখ থুবড়ে পড়ে। ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত ভারত ৩৫টি টি-টোয়েন্টি খেলেছে, যেখানে হেরেছে মাত্র ৩ ম্যাচ। বাংলাদেশ দল আজ তিনকে চার বানাতে চাইবে।মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কেমন হবে টাইগারদের একাদশ তা নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেট সমর্থকদের।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্সও জানিয়েছেন, তাদের চোখ শিরোপার দিকেই। তবে তার আগে ফাইনালে যেতে হলে পেরোতে হবে ভারত ও পাকিস্তানের কঠিন বাঁধা, যেখানে অন্তত একটি ম্যাচ জিততেই হবে।

ভারতের বিপক্ষে এশিয়া কাপে বাংলাদেশের রেকর্ড খুবই খারাপ। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে দুই দল মুখোমুখি হয়েছে ১৫ বার। এর মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র দুইবার, আর হেরেছে ১৩ ম্যাচে। ২০১৬ সালের টি-টোয়েন্টি এশিয়া কাপে দুটি ম্যাচেই হেরেছিল টাইগাররা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।

ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল (সহ–অধিনায়ক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, জিতেশ শর্মা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং।

সদ্য সংবাদ/এসএইচ

সর্বশেষ