বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১১:০০, ২১ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপে টাইগারদের সিংহ বধ

এশিয়া কাপে টাইগারদের সিংহ বধ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ এশিয়া কাপ সুপার ফোরের প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ে ফাইনালের পথ সুগম করলো বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেওয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় ছিনিয়ে নিয়েছে টাইগাররা।

টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৭ উইকেটে সংগ্রহ করে ১৬৮ রান। ওপেনার নিশাঙ্কা (১৫ বলে ২২) এবং কুশল মেন্ডিস (২৪ বলে ৩৪) পাওয়ার প্লেতে ভালো শুরু এনে দেন। তবে মিডল অর্ডারে ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয় লঙ্কানরা। শেষদিকে দাসুন শানাকার ৩৭ বলে অপরাজিত ৬৪ রানের ঝড়ো ইনিংসে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় লঙ্কানরা। আসালঙ্কা খেলেন ১২ বলে ২১ রানের ইনিংস। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় নেন ৩ উইকেট। এ ছাড়া শেখ মেহেদি দুটি ও তাসকিন আহমেদ পেয়েছেন একটি উইকেট। 

রান তাড়ার শুরুটা বাংলাদেশের জন্য একেবারেই হতাশাজনক ছিল। দলীয় এক রানেই তানজিদ হাসান বিদায় নেন শূন্য রানে। তবে এরপর চাপ সামলান সাইফ হাসান ও লিটন দাস জুটি। ৫০ রানের জুটি গড়ার পর লিটন ফেরেন ২৩ রান করে। সেখান থেকে ইনিংসের হাল ধরেন সাইফ ও তাওহিদ হৃদয়। সাইফ তুলে নেন ক্যারিয়ারের প্রথম টি–টোয়েন্টি হাফ সেঞ্চুরি (৪৫ বলে ৬১), অন্যদিকে হৃদয় খেলেন ৩৭ বলে ৫৮ রানের দুর্দান্ত এক ইনিংস। তাদের জুটিতে বাংলাদেশ এগিয়ে যায় জয়ের খুব কাছে।

শেষদিকে শামীম হোসেন ও জাকের আলির ছোট ছোট ইনিংস ম্যাচটিকে সহজ করে দিলেও শেষ ওভারে তৈরি হয় নাটকীয়তা। ৬ বলে দরকার ছিল মাত্র ৫ রান। প্রথম বলেই চার মেরে ব্যবধান নামিয়ে আনেন জাকের, কিন্তু পরের বলেই আউট হয়ে যান। এরপর দুই বলে কোনো রান হয়নি, চতুর্থ বলে মেহেদীও ক্যাচ দিয়ে বসেন। চাপ আরও বাড়লেও শেষ পর্যন্ত নাসুম আহমেদের সিঙ্গেলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

টি–টোয়েন্টিতে ১৬৯ বা তার বেশি লক্ষ্য তাড়া করে এটি বাংলাদেশের মাত্র তৃতীয় জয়। সবচেয়ে বড় জয় এসেছিল ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষেই, যেখানে ২১৫ রান তাড়া করে জিতেছিল টাইগাররা।

এই জয়ে বাংলাদেশ ফাইনালের পথে এগিয়ে গেল একধাপ। এখন টাইগারদের সামনে আরও বড় পরীক্ষা ২৪ সেপ্টেম্বর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে, যেখানে টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।

সর্বশেষ