টি-টোয়েন্টিতে মোস্তাফিজের অনন্য রেকর্ড
বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নতুন একটি মাইলফলক ছুঁয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ৪ ওভারে ৪০ রান দিয়ে উইকেটহীন থাকলেও সাতটি ডট বল ফেলে তিনি ইতিহাস গড়েন। এই ম্যাচের সঙ্গে তার ডট বলের সংগ্রহ এখন ১,১৪২টি, যা ১২০ ইনিংসে তার বলের ৪৩.৬৫ শতাংশ। এই রেকর্ডের ফলে মোস্তাফিজ নিউজিল্যান্ডের টিম সাউদকে (১,১৩৮) পেছনে ফেলেছেন। তালিকার তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান (১,০৭৮), এরপর ইংল্যান্ডের আদিল রশিদ (৯৮৮) ও আফগানিস্তানের রশিদ খান (৯৮৪)।