রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৪ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৯, ১৫ জুলাই ২০২৫

আপডেট: ১৬:১৯, ১৫ জুলাই ২০২৫

পিৎজা হাতে পুলিশ, পথে গ্রেফতার ডেলিভারি ম্যান

পিৎজা হাতে পুলিশ, পথে গ্রেফতার ডেলিভারি ম্যান
ছবি: সংগৃহীত

মানবিকতা আর পেশাদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসায় ভাসছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টেম্পে শহরের পুলিশ বিভাগ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, পুলিশ সদস্যরা একজন গ্রাহকের অর্ডার করা পিৎজা নিজেরাই পৌঁছে দিচ্ছেন।

ঘটনাটি ঘটে যখন একটি ট্র্যাফিক স্টপে গ্রাবহাবের (Grubhub) এক ডেলিভারি ম্যানকে পুলিশ আটক করে। এরপর গ্রাহকের খাবার যেন ঠিকমতো পৌঁছায়, তা নিশ্চিত করতে দুই পুলিশ সদস্য নিজেই সেই দায়িত্ব নেন।

টেম্পে পুলিশ বিভাগের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, দুই পুলিশ কর্মকর্তা একটি বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাচ্ছেন। দরজা খুলতেই হতবাক হয়ে যান এক নারী। তাঁকে একজন কর্মকর্তা বলেন, ‘আপনার গ্রাবহাব ডেলিভারি ম্যানকে আমরা আটক করেছি, তাই আমরা পিৎজা পৌঁছে দিতে এসেছি।’

ভিডিওর ক্যাপশনে মজার ছলে লেখা হয়, ‘অর্ডারটি ছিল হট-এন-রেডি, আর সন্দেহভাজন ছিলেন কট-এন-স্টেডি।’ পাশাপাশি, কমিউনিটির প্রতি পুলিশ বিভাগের দায়বদ্ধতার কথাও তুলে ধরা হয়।

নেটিজেনরা ভিডিওটিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, ‘আমাদের নীল পোশাকের পুরুষদের জন্য গর্বিত।’ কেউ আবার মজা করে বলেন, ‘কিন্তু এটা কি ৩০ মিনিটের মধ্যে পৌঁছেছিল?’

পুলিশের এই মানবিক ও হাস্যরসপূর্ণ উদ্যোগ আরও একবার প্রমাণ করল আইন-শৃঙ্খলা রক্ষার বাইরেও কমিউনিটির পাশে দাঁড়ানোই সত্যিকারের সেবা।