পাকিস্তানের রাষ্ট্রপতির পদত্যাগ গুজব: স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়লেও তা সম্পূর্ণ গুজব বলে খণ্ডন করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি।
বৃহস্পতিবার (১০ জুলাই) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে তিনি বলেছেন, প্রেসিডেন্টের পদত্যাগের দাবিকে তারা প্রত্যাখ্যান করেছেন এবং এই ধরনের ক্ষতিকর প্রচারণার পেছনে কারা রয়েছে তা তারা ভালোভাবেই জানেন।
নকভি আরও জানান, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধানের মধ্যে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী ও সম্মানজনক। তিনি স্পষ্ট করে বলেছেন, প্রেসিডেন্টের পদত্যাগের কোনো আলোচনা হয়নি এবং সেনাপ্রধানও প্রেসিডেন্টের পদে আসার কোনো চিন্তাভাবনা করছেন না।
তিনি সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের উদ্দেশ্যে বলেন, তার একমাত্র লক্ষ্য পাকিস্তানের শক্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা, আর এর বাইরে কিছু নয়। গুজব ছড়ানোয় জড়িতরা বিদেশি শত্রু শক্তির সহযোগিতায় বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, পিএমএল-এন-এর সিনেটর ইরফান সিদ্দিকী ‘জিও পাকিস্তান’ অনুষ্ঠানে বলেন, প্রেসিডেন্ট জারদারি পদত্যাগ করছেন, ইমরানের ছেলেরা আসছে, নওয়াজ শরিফ আদিয়ালা যাচ্ছেন এসব গুজব ও বানানো গল্প মাত্র। তিনি বলেন, প্রেসিডেন্ট কখনো সরকারের বিরোধিতা করেননি এবং তার সাংবিধানিক দায়িত্ব পালন করছেন। এছাড়া, পিপিপি’র সঙ্গে জোট সরকার থাকার কারণে সরকার ভাঙার কোনো পরিকল্পনা নেই বলেও তিনি নিশ্চিত করেছেন।
গত কয়েক বছর ধরে পাকিস্তানে সেনাবাহিনী সম্পর্কিত গুজব ও সমালোচনার মাত্রা বেড়েছে। সামরিক বাহিনী ও সরকার বারবার এসব ‘ভুয়া সংবাদ ও প্রপাগান্ডা’ থেকে সাবধান থাকার জন্য জনগণকে সতর্ক করেছে। সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছে, ডিজিটাল সন্ত্রাসের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি।