রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি

জুলাই আন্দোলনের পর প্রথমবার নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জুলাই আন্দোলনের পর প্রথমবার নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

প্রকাশিত সফরসূচি অনুযায়ী, পাবনা পৌঁছানোর পর রাষ্ট্রপতি সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন। বেলা ১১টায় তিনি আরিফপুর কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন। পরে শহরের কালাচাঁদপাড়ার জুবলীট্যাঙ্ক এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছেন তিনি। আত্মীয়-স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে আজ রাত তিনি সার্কিট হাউজে অবস্থান করবেন। সফরের দ্বিতীয় দিন রবিবার (৯ নভেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে সার্কিট হাউজে আবারও গার্ড অব অনার গ্রহণের পর তিনি সকাল ১১টায় পাবনা স্টেডিয়ামের হেলিপ্যাড থেকে বঙ্গভবনের উদ্দেশে যাত্রা করবেন।

বিদেশে বাংলাদেশের সব দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের দাবি আইনি নোটিশে

বিদেশে বাংলাদেশের সব দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের দাবি আইনি নোটিশে

বিদেশে বাংলাদেশের মিশন, হাইকমিশন ও দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের দাবি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রবিবার (৫ অক্টোবর) ডাকযোগে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। নোটিশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে রাষ্ট্রপতির ছবি প্রদর্শন না করার নির্দেশ দিয়েছে। এ সিদ্ধান্তে দেশের বিভিন্ন মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। কারণ রাষ্ট্রপতির ছবি প্রদর্শন দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় প্রোটোকলের অংশ হিসেবে চালু রয়েছে।