রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৯:১০, ৫ অক্টোবর ২০২৫

বিদেশে বাংলাদেশের সব দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের দাবি আইনি নোটিশে

বিদেশে বাংলাদেশের সব দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের দাবি আইনি নোটিশে

বিদেশে বাংলাদেশের মিশন, হাইকমিশন ও দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের দাবি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রবিবার (৫ অক্টোবর) ডাকযোগে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। নোটিশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে রাষ্ট্রপতির ছবি প্রদর্শন না করার নির্দেশ দিয়েছে। এ সিদ্ধান্তে দেশের বিভিন্ন মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। কারণ রাষ্ট্রপতির ছবি প্রদর্শন দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় প্রোটোকলের অংশ হিসেবে চালু রয়েছে।

আইনজীবী মাহমুদুল হাসান নোটিশে উল্লেখ করেন, সংবিধানের ৪৮(২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান এবং তার মর্যাদা সর্বোচ্চ। সেক্ষেত্রে রাষ্ট্রপতির ছবি অপসারণের সিদ্ধান্ত সংবিধান ও প্রোটোকলবিরোধী এবং রাষ্ট্রপ্রধানের প্রতি অসম্মান প্রকাশ করে।

নোটিশে দাবি করা হয়েছে, বিদেশে অবস্থিত সকল বাংলাদেশের মিশনে অবিলম্বে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন করতে হবে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যিনি প্রধানমন্ত্রীর মর্যাদাসম্পন্ন ছবিও রাষ্ট্রপতির ছবির পাশে প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

নোটিশে পরবর্তী পদক্ষেপ হিসেবে ১০ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। নির্দেশনা পালন না হলে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে সতর্ক করা হয়েছে।
 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ