যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের ইসরায়েলি হামলা, নিহত ৩৭
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ফের ইসরায়েলি হামলা, নিহত ৩৭
গাজায় কার্যকর যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ফের ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
মঙ্গলবার (২৮ অক্টোবর) পরিচালিত হামলায় ১৬ শিশুসহ অন্তত ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য অধিদপ্তর। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।
গাজার বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা গেছে, হামলাটি মূলত আবাসিক ভবনগুলো লক্ষ্য করে চালানো হয়। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ আটকা পড়ে আছেন বলে জানিয়েছে সিভিল ডিফেন্স সংস্থা।
সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, 'আমাদের উদ্ধারকর্মীরা সারারাত ধরে ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধার করছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।'
এই হামলাকে যুদ্ধবিরতি চুক্তির প্রকাশ্য লঙ্ঘন বলে দাবি করেছে ফিলিস্তিনি পক্ষ।
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে শান্তি প্রক্রিয়া ভণ্ডুল করার চেষ্টা করছে বলে জানিয়েছে হামাস।
সংগঠনটির মুখপাত্র এক বিবৃতিতে বলেন, 'ইসরায়েল চুক্তির শর্ত ভঙ্গ করছে এবং বন্দিদের লাশ উদ্ধারে আমাদের বাধা দিচ্ছে। তারা রাফাহ ক্রসিং বন্ধ রেখে মানবিক সহায়তার পথও বন্ধ করে দিয়েছে।'
অন্যদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার গাজায় ‘তাৎক্ষণিক ও শক্তিশালী পাল্টা হামলা’র নির্দেশ দেন। তার দাবি, রাফাহ অঞ্চলে হামাস ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে হামাস এসব অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে।
চলতি মাসের শুরুর দিকে মিশরের মধ্যস্থতায় সম্পাদিত এই যুদ্ধবিরতি চুক্তি ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার অংশ। ট্রাম্প দাবি করেন, গাজায় দীর্ঘদিন ধরে চলা ইসরায়েলি অভিযান বন্ধ করাই তার পরিকল্পনার মূল লক্ষ্য।
হামাস জানায়, তারা চুক্তির প্রতি সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ এবং ইসরায়েলি বন্দি ও মৃতদেহ ফেরত দেওয়ার পাশাপাশি গাজার প্রশাসন ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে।
তবে যুদ্ধবিরতি এখনো অবিচল রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
সদ্য সংবাদ/এমটি



























