ঘূর্ণিঝড় ‘মোন্থা’র তাণ্ডবে অন্ধ্রপ্রদেশে প্রবল বৃষ্টি ও তীব্র বাতাস
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মোন্থা’ মঙ্গলবার সন্ধ্যা থেকে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রবল শক্তি নিয়ে আঘাত হানছে। ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে বাতাস বইছে, সঙ্গে ভারী বৃষ্টি ও উত্তাল সমুদ্র। কাকিনাড়া ও আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে কাকিনাড়া ও মাছলিপত্তনমের মধ্যবর্তী উপকূল অতিক্রম করবে। পরবর্তী কয়েক ঘণ্টায় এর বেগ ১১০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।
ঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশের ৩৯ জেলায় রেড অ্যালার্ট, তেলেঙ্গানা ও তামিলনাড়ুতে অরেঞ্জ ও ইয়েলো সতর্কতা জারি করা হয়েছে। স্কুল বন্ধ করা হয়েছে এবং স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশ পেয়েছে।
পরিবহন ব্যবস্থাও বিপর্যস্ত হয়েছে। গন্নাভরম ও বিশাখাপত্তনম বিমানবন্দর থেকে ৩০টির বেশি ফ্লাইট বাতিল, পাশাপাশি অন্তত ৬৫টি ট্রেনও স্থগিত করা হয়েছে। কৃষকদের পানির নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: এনডিটিভি



























