দুই বিমান হারিয়ে দক্ষিণ চীন সাগর থেকে মার্কিন রণতরি যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে
মার্কিন নৌবাহিনী জানিয়েছে, বিমানবাহী রণতরি ইউএসএস নিমিৎস যুক্তরাষ্ট্রের ঘাঁটির দিকে ফিরে যাচ্ছে। রণতরিটি মাত্র ৩০ মিনিটের ব্যবধানে দক্ষিণ চীন সাগরে একটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার হারানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উভয় বিমানই সমুদ্রে বিধ্বস্ত হয়।
নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিট জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকার পর নিমিৎস এখন ওয়াশিংটন অঙ্গরাজ্যের কিটসাপ নৌঘাঁটির উদ্দেশে ফিরছে।
১৯৭৫ সালে কমিশন পাওয়া ইউএসএস নিমিৎসের নামকরণ করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্যাসিফিক ফ্লিট কমান্ডার চেস্টার ডব্লিউ নিমিৎসের নামে। এটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইলেভেনের (CSG–11) প্রধান রণতরি। সক্রিয় পরিষেবা থেকে অপসারণের আগে এটি ছিল চূড়ান্ত অভিযানে।
এর আগে এক বিবৃতিতে নৌবাহিনী জানিয়েছিল, রোববার বিকেলে এমএইচ–৬০আর সি হক হেলিকপ্টারের তিন ক্রু সদস্য ও এফ/এ–১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমানের দুই পাইলটকে উদ্ধার করা হয়েছে। পাঁচজনই বর্তমানে নিরাপদ ও স্থিতিশীল অবস্থায় আছেন।
নৌবাহিনী জানিয়েছে, দুটি দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। জানা গেছে, একটি এফ/এ–১৮এফ যুদ্ধবিমানের দাম ৬ কোটি ডলারেরও বেশি।
এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ঘটনাগুলোর কারণ হতে পারে ‘খারাপ জ্বালানি’। তিনি নাশকতার সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেন, ‘এখানে লুকানোর কিছু নেই।’
সাম্প্রতিক মাসগুলোয় মার্কিন নৌবাহিনীর কোনো বিমানবাহী রণতরির সঙ্গে এটি দ্বিতীয় বড় দুর্ঘটনা। এর আগে গত এপ্রিলে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান রণতরি থেকে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুটি এফ/এ–১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান লোহিত সাগরে বিধ্বস্ত হয়েছিল।



























