বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২১ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ২০:১১, ৭ জুলাই ২০২৫

আপডেট: ২০:১২, ৭ জুলাই ২০২৫

ভিসা মওকুফের বিষয়ে ভাবছে রাশিয়া

ভিসা মওকুফের বিষয়ে ভাবছে রাশিয়া

সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সৌদি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণ বা সম্পূর্ণ মওকুফের বিষয়ে চিন্তা করছে রাশিয়া।

গত শুক্রবার (৫ জুলাই) মস্কোয় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

ল্যাভরভ বলেন, ‘আমরা সৌদি নাগরিকদের রাশিয়ায় প্রবেশে ভিসা সহজীকরণ অথবা সম্পূর্ণ মওকুফের লক্ষ্যে কাজ করছি।’ তিনি সৌদি-রাশিয়া সম্পর্ককে ‘শক্তিশালী’ বলে আখ্যা দেন এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে সৌদি আরবের ‘ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল’ অবস্থানের প্রশংসা করেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ই-ভিসা চালুর পর দেশটিতে সৌদি পর্যটকদের সংখ্যা ৫৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

সংবাদ সম্মেলনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিষয়, বিশেষ করে গাজা পরিস্থিতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও আলোচনা হয়।

গাজা সংকট প্রসঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের তাৎক্ষণিক লক্ষ্য হওয়া উচিত একটি স্থায়ী যুদ্ধবিরতির ব্যবস্থা করা।’ একইসঙ্গে মানবিক বিপর্যয় রোধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আরও কার্যকর চাপ সৃষ্টির আহ্বান জানান তিনি।

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ইরানের পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক প্রচেষ্টা পুনরায় শুরু করা দরকার। সেইসঙ্গে তেহরানকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে পূর্ণ সহযোগিতায় উৎসাহিত করার ওপর জোর দেন।