পাকিস্তান-সৌদির প্রতিরক্ষা চুক্তি, ভারতের সতর্ক অবস্থান
সম্প্রতি পাকিস্তান ও সৌদি আরব একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। এতে বলা হয়েছে—যেকোনো দেশের বিরুদ্ধে আগ্রাসনকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে ধরা হবে। ভারত বলেছে, তারা জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার ওপর চুক্তির প্রভাব নিবিড়ভাবে খতিয়ে দেখছে। দিল্লির দাবি, তারা আগে থেকেই এই চুক্তি সম্পর্কে অবগত ছিল এবং রিয়াদ থেকেও যোগাযোগ রাখা হয়েছিল।