সৌদি আরবে গড়ে প্রতিদিন ১৫৭টি বিবাহবিচ্ছেদ
সৌদি আরবে বিবাহবিচ্ছেদের হার উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছর এখন পর্যন্ত ৫৭ হাজার ৫৯৫টি বিবাহবিচ্ছেদের ঘটনা রেকর্ড হয়েছে। গড়ে প্রতিদিন ১৫৭টি করে বিচ্ছেদ ঘটছে, অর্থাৎ প্রতি নয় মিনিটে একটি বিবাহবিচ্ছেদ হচ্ছে। দেশটির আইন মন্ত্রণালয়ের প্রকাশিত এক পরিসংখ্যানের ভিত্তিতে আজ শনিবার (১২ জুলাই) গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।