স্বাধীন ফিলিস্তিনের রোডম্যাপ ছাড়া কোনো চুক্তিতে স্বাক্ষর করবে না সৌদি আরব
সৌদি আরব স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার রোডম্যাপ ছাড়া কোনো চুক্তিতে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে দেশটি। বিষয়টি যুক্তরাষ্ট্রকেও জানানো হয়েছে, বলে জানিয়েছেন উপসাগরীয় অঞ্চলের দুটি সূত্র। সূত্রগুলো বলছে, ১৮ নভেম্বর হোয়াইট হাউসে অনুষ্ঠিতব্য বৈঠকের আগে রিয়াদ ও ওয়াশিংটনের অবস্থান এক করতে চায়, যাতে আলোচনার সময় বা পরবর্তীতে কোনো বিভ্রান্তি না থাকে। রয়টার্স এ খবর প্রকাশ করেছে।