শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

|২২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

একদিনের চাঁদাবাজির টাকা দিয়ে প্রতিদিন গণভোট আয়োজন সম্ভব: ডা. তাহের
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু
দাবি না মানলে ১১ নভেম্বর রাজধানীর চিত্র ভিন্ন হবে: গোলাম পরওয়ার
পিআর পদ্ধতিতে সরকার গঠন না-ও হতে পারে: খন্দকার মোশাররফ
গুম প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের অনুমোদন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৫:০৭, ১২ অক্টোবর ২০২৫

মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ মিটারের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধ করলো সৌদি আরব

মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ মিটারের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধ করলো সৌদি আরব
ছবি: সংগৃহীত

সৌদি আরবে এবার থেকে মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ মিটার দূরত্বের মধ্যে কোনো তামাকজাত পণ্য বিক্রি করা যাবে না। দেশটির পৌরসভা ও আবাসন মন্ত্রণালয় নতুন এক নির্দেশনায় জানিয়েছে, ধর্মীয় পবিত্রতা রক্ষা ও তরুণ প্রজন্মকে ধূমপানের ক্ষতি থেকে দূরে রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

নতুন এই নীতিমালা সৌদি সরকারের জনস্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির অংশ। এর মাধ্যমে ধূমপানের ক্ষতিকর প্রভাব কমানো, সমাজে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং নগর এলাকায় ব্যবসায়িক পরিবেশকে আরও সুশৃঙ্খল করার চেষ্টা করা হচ্ছে। সিগারেট, শীশা ও ই-সিগারেটসহ সব ধরনের তামাকজাত পণ্য বিক্রির দোকানগুলোকে নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হবে। প্রতিটি দোকানকে বৈধ বাণিজ্যিক নিবন্ধন, সিভিল ডিফেন্স অনুমোদন ও পৌরসভা লাইসেন্স নিতে হবে।

নির্দেশনা অনুযায়ী, তামাক বিক্রির দোকানগুলোকে বাণিজ্যিক ভবনের ভেতরে কমপক্ষে ৩৬ বর্গমিটার জায়গা দখল করে থাকতে হবে। স্থানীয় পৌর কর্তৃপক্ষ চাইলে অতিরিক্ত কিছু শর্তও আরোপ করতে পারবে। দোকানের বাইরে কোনো তামাক ব্র্যান্ডের লোগো, পোস্টার বা বিজ্ঞাপন প্রদর্শন করা যাবে না। শুধুমাত্র দোকানের নাম ঝুলানো যাবে। তাছাড়া ফুটপাত দখল বা খোলা স্থানে পণ্য প্রদর্শনও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

প্রতিটি দোকানে অভ্যন্তরীণ ও বহিরাগত সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া দোকানগুলোতে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বজায় রাখতে হবে। সব ধরনের তামাক পণ্যকে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (SFDA)-র নির্ধারিত মান অনুসারে হতে হবে। প্রতিটি পণ্যে স্পষ্টভাবে ধূমপানের ক্ষতি সম্পর্কে সতর্কবার্তা দিতে হবে এবং পণ্য অবশ্যই সিল প্যাকেট আকারে বিক্রি করতে হবে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, তামাকজাত পণ্যে কোনো ছাড়, উপহার, প্রোমোশন বা টেস্টিং কার্যক্রম চালানো যাবে না। পাশাপাশি, ভেন্ডিং মেশিনের মাধ্যমে বিক্রি করাও সম্পূর্ণ নিষিদ্ধ। মসজিদ ও ধর্মীয় স্থানের আশেপাশে ধূমপান বা তামাক বিক্রি ইসলামি দৃষ্টিকোণ থেকেও অগ্রহণযোগ্য বলে মনে করছে সৌদি কর্তৃপক্ষ। এই আইনটি ইসলামি পরিবেশ সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ