বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৮:৫৪, ১৯ সেপ্টেম্বর ২০২৫

পাকিস্তান-সৌদির প্রতিরক্ষা চুক্তি, ভারতের সতর্ক অবস্থান

পাকিস্তান-সৌদির প্রতিরক্ষা চুক্তি, ভারতের সতর্ক অবস্থান
ছবি: সংগৃহীত

সম্প্রতি পাকিস্তান ও সৌদি আরব একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। এতে বলা হয়েছে—যেকোনো দেশের বিরুদ্ধে আগ্রাসনকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে ধরা হবে।

ভারত বলেছে, তারা জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার ওপর চুক্তির প্রভাব নিবিড়ভাবে খতিয়ে দেখছে। দিল্লির দাবি, তারা আগে থেকেই এই চুক্তি সম্পর্কে অবগত ছিল এবং রিয়াদ থেকেও যোগাযোগ রাখা হয়েছিল।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলের আগ্রাসী আচরণ ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ভূমিকা কমে আসার প্রেক্ষাপটে সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোট আঞ্চলিক নতুন সমীকরণ তৈরি করছে। এটিকে ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য যৌথ প্রতিরক্ষা ব্যবস্থার সূচনা হিসেবেও দেখা হচ্ছে।

পাকিস্তান ও সৌদির সামরিক সম্পর্ক বহু দশকের পুরোনো। গত এক দশকে ভারত-সৌদি সম্পর্কও দৃঢ়ভাবে বেড়েছে। বাণিজ্য, বিনিয়োগ ও কূটনৈতিক যোগাযোগে দুই দেশের অংশীদারত্ব এখন অনেক গভীর। বর্তমানে সৌদিতে প্রায় ২৭ লাখ ভারতীয় কাজ করছেন, যা দিল্লি-রিয়াদ সম্পর্ককে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

ইসলামাবাদ-রিয়াদ জোটকে দিল্লি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সৌদি আরব ভারতের ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার হলেও পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই শত্রুতাপূর্ণ। সীমান্তে পাকিস্তানের সামরিক অবস্থান ও আঞ্চলিক কূটনীতি নিয়ে ভারত সৌদির সঙ্গে নতুন করে আলোচনা করবে বলেও ইঙ্গিত পাওয়া গেছে।

সর্বশেষ