দল ছাড়িনি, শুধু পদ ছেড়েছি: মনির খান

প্রবীণ সংগীতশিল্পী মনির খান জানালেন, তিনি বিএনপি থেকে নয়, বরং শুধু সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছিলেন। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ২০১৮ সালে দল থেকে সরে দাঁড়ানোর তথ্য বিকৃত করে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ ভুল ও উদ্দেশ্যপ্রণোদিত।
২০১৮ সালের ৯ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন মনির খান। তখন বলেছিলেন, রাজনীতিতে জড়ানো তার "জীবনের অ্যাক্সিডেন্ট", এটি ছিল ভুল সিদ্ধান্ত। তবে এখন জানাচ্ছেন, তখন তিনি শুধু সাংগঠনিক পদ ত্যাগ করেন, দল ত্যাগ করেননি।
মনির খান বলেন, ‘একদল মানুষ আমার জনপ্রিয়তা নষ্ট করতে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আমি বিএনপির সঙ্গেই আছি। দলের নির্দেশনা মেনেই কাজ করছি।’ তিনি আরও জানান, ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতিতে জড়িত, ছিলেন জাসাসের সাধারণ সম্পাদক ও পরে দলের সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।
তার ভাষ্য, ‘২০১৮ সালে আমি অভিমান করে সরে দাঁড়াই। কিন্তু দলের কঠিন সময়েও পাশে ছিলাম, দল ছাড়ার প্রশ্নই ওঠে না।’
এছাড়া তিনি দাবি করেন, বিগত ১০ বছর ধরে এলাকার রাজনীতি ও সাংগঠনিক কাঠামো গুছিয়ে এনেছেন এবং স্থানীয়ভাবে তিনি জনপ্রিয়।
সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে সমানভাবে সক্রিয় মনির খান এখন নিজের অবস্থান স্পষ্ট করে বলছেন, ‘আমি বিএনপিতে ছিলাম, আছি এবং থাকব।’