নিজ বাড়িতে হেনস্তার শিকার তনুশ্রী দত্ত

একসময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও উঠে এসেছেন আলোচনার কেন্দ্রে। তবে এবার কোনো নতুন সিনেমা নয়, বরং নিজের বাড়িতেই হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে কান্নায় ভেঙে পড়া অবস্থায় দেখা গেছে তনুশ্রীকে, যেখানে তিনি সাহায্যের জন্য আকুতি জানিয়েছেন।
‘আশিক বানায়া আপনে’ ও ‘গুড বয় ব্যাড বয়’-এর মতো জনপ্রিয় ছবিতে ইমরান হাশমির বিপরীতে অভিনয় করে বলিউডে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী ২০১৮ সালে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে আলোচনায় আসেন। এবার নিজ বাড়ির মধ্যেই এক অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়ে পড়েছেন তিনি।
ভিডিওতে তনুশ্রী বলেন, ‘নিজের বাড়িতেই আমি নির্যাতিত হচ্ছি। প্রতিনিয়ত হেনস্তার শিকার হচ্ছি, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। বাধ্য হয়ে পুলিশে ফোন করেছি। তারা বলেছে থানায় গিয়ে লিখিত অভিযোগ করতে হবে। কিন্তু আমার শরীরও ভালো নেই।’
তিনি আরও জানান, ‘গত চার-পাঁচ বছর ধরে আমার ওপর এভাবে অত্যাচার চালানো হচ্ছে। কোনো কাজ ঠিকমতো করতে পারছি না। বাড়ির অবস্থা সম্পূর্ণভাবে তছনছ হয়ে গেছে। কাউকে কাজের জন্য রাখতে পারছি না, সব কিছু নিজেকেই করতে হয়।’
তনুশ্রীর অভিযোগ, শুধু বাড়ির ভেতরেই নয়, বাইরে থেকেও লোকজন এসে তাকে হেনস্তা করছে, কুরুচিপূর্ণ মন্তব্য করছে। এই অবস্থায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সবার কাছে সাহায্য চেয়েছেন।
তবে ঠিক কী কারণে বা কারা এই হেনস্তার পেছনে রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী। তার এমন কঠিন সময়ে ভক্তরা সামাজিক মাধ্যমে তাকে মানসিকভাবে শক্ত থাকার আহ্বান জানিয়েছেন।