বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

সদ্য বিনোদন

প্রকাশিত: ১৭:৩২, ২২ জুলাই ২০২৫

ক্লাস টেনে ফেল করে ব্যাংকারের সঙ্গে পালিয়ে বিয়ে

ক্লাস টেনে ফেল করে ব্যাংকারের সঙ্গে পালিয়ে বিয়ে

একসময় বলিউডে ছিলেন জনপ্রিয় মুখ। অক্ষয় কুমার, গোবিন্দ, চাঙ্কি পাণ্ডে ও সুনীল শেঠির মতো তারকাদের সঙ্গে অভিনয় করে নজর কাড়েন। নাচ, সৌন্দর্য ও অভিনয়ের দক্ষতা দিয়ে আলাদা অবস্থান তৈরি করেছিলেন। বলছি অভিনেত্রী শিল্পা শিরোদকরের কথা। তিনি দক্ষিণী অভিনেত্রী নম্রতা শিরোদকরের বড় বোন এবং দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর ভগ্নি।

তবে বলিউডের আলো ঝলমলে জগত থেকে হঠাৎই হারিয়ে যান শিল্পা। অনেকেই জানতেন না তার এই অন্তর্ধানের পেছনে কারণ কী। সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানালেন তার জীবনের নানা না–জানা গল্প।

শিল্পা জানান, বিদেশে স্বাচ্ছন্দ্যময় সংসার জীবন বেছে নিয়েই তিনি বলিউড ছাড়ার সিদ্ধান্ত নেন। তার ভাষায়, ‘বিরতি নেওয়ার কোনো অনুশোচনা নেই আমার। ব্যস্ততা মিস করি ঠিকই, কিন্তু আমি খুব সাধারণ, মিষ্টি একজন মানুষকে বিয়ে করেছি। সংসার জীবন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল।’

তিনি আরও জানান, তার স্বামী অপরেশ রঞ্জিত একজন ব্যাংকার এবং ডাবল এমবিএ ডিগ্রিধারী। তারা পরিচয়ের দেড় দিনের মধ্যেই বিয়ের সিদ্ধান্ত নেন। ‘আমি ওর সততা পছন্দ করতাম। মুম্বাই ছেড়ে নিউজিল্যান্ডে চলে যাই ওর সঙ্গে। তারপর আর ফিরে তাকাইনি,’ বলেন শিল্পা।

নিজের শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড নিয়ে অকপট শিল্পা বলেন, ‘আমি ক্লাস টেনে ফেল করেছিলাম। আর আমার স্বামী একজন উচ্চশিক্ষিত মানুষ। কিন্তু কখনও তার সামনে নিজেকে ছোট মনে হয়নি।’

বিয়ের পর সিনেমায় ফেরার প্রস্তাব পেয়েছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তখন বিয়ের পর মেয়েরা খুব একটা অফার পেত না। আমি এমনিতেই বড় কোনো তারকা ছিলাম না।’

পরবর্তীতে শিল্পা ছোট পর্দায় ফিরলেও আগের খ্যাতি বা জায়গা আর ফিরে পাননি। বলিউড থেকে সরে গেলেও নিজের সিদ্ধান্তে সন্তুষ্ট তিনি। পরিবার ও পরিপূর্ণ জীবনই এখন শিল্পার কাছে সবচেয়ে বড় সাফল্য।
 

সম্পর্কিত বিষয়: