বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

সদ্য বিনোদন

প্রকাশিত: ১৪:১৯, ২৫ জুলাই ২০২৫

‘ক্ষমতা মানুষকে বানায় দানব’

‘ক্ষমতা মানুষকে বানায় দানব’
ছবি: ফেসবুক

‘ক্ষমতা মানুষকে বানায় দানব, আর দানবের শিল্পী পরিচয় বিলীন হয়ে যায়’—এ মন্তব্য করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর একটি ফেসবুক পোস্টের সমালোচনা করে নিজের অবস্থান জানাতে গিয়ে তিনি এই কথা বলেন।

ফারুকীর শেয়ার করা এক কার্ডে লেখা ছিল, ‘মাইলস্টোনের ক্লাসে কারা ছিল, কারা প্রাণ হারিয়েছে, কারা চিকিৎসাধীন—এইসবই তো রেকর্ডেড। সুতরাং দয়া করে ভুয়া হেডলাইন দেওয়া লেখা শেয়ার করে মানুষকে আরো ট্রমাটাইজড করবেন না। জাতি শিল্পীদের কাছে আরেকটু দায়িত্বশীলতা আশা করে।’

এই বক্তব্যের প্রতিক্রিয়ায় নিজের ফেসবুক হ্যান্ডেলে মম লেখেন, ‘প্রচলিত প্রবাদ ‘ভুতের মুখে রাম নাম’-এর প্রাসঙ্গিক ব্যাখ্যা হতে পারে এমন; ক্ষমতা মানুষকে বানায় দানব।’

তিনি উদাহরণ টেনে বলেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি অভিনয়জগৎ থেকে রাজনীতিতে আসেন ব্যাপক জনপ্রিয়তা নিয়ে। কিন্তু এখন তার দেশের অবস্থা লেজে-গোবরে। আর আমাদের দেশের অবস্থা মাথা-গোবরে। মগজে ঘুরে ড্রোন, আকাশে উড়ে টাকা।’

সমাজের কিছু মানুষের দায়িত্বহীন আচরণের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘জাতির আশার উপর মূত্র বিসর্জনকারী দায়িত্বহীনতা শিখায় দায়িত্বশীলতা!’

ঠিক একই দাবির একটি পোস্ট শেয়ার করেছিলেন ফারুকীর স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তবে ভক্তদের তীব্র প্রতিক্রিয়ার মুখে পরে তিনি সেটি মুছে দেন।