বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

সদ্য বিনোদন

প্রকাশিত: ১২:০৪, ২৩ জুলাই ২০২৫

দীপিকা বিতর্কে কার হয়ে মুখ খুললেন বিদ্যা?

দীপিকা বিতর্কে কার হয়ে মুখ খুললেন বিদ্যা?
ছবি: ফেসবুক

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সদ্য মা হওয়ার পর কাজের সময়সীমা সীমিত রাখতে চাইছেন। ৮ ঘণ্টার বেশি কাজ করতে না চাওয়ায় তিনি পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন। এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দীপিকার সিদ্ধান্তে একদিকে যেমন তারকাদের সমর্থন দেখা যাচ্ছে, অন্যদিকে পরিচালকও নিজের অবস্থানে অনড় রয়েছেন।

‘স্পিরিট’-এ দীপিকার পরিবর্তে এখন অভিনয় করবেন তৃপ্তি দিমরি। তবে সিনেমা ছেড়ে দেওয়ার চেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে দীপিকার ৮ ঘণ্টার কাজের সীমা নিয়ে। অনেক তারকাই এ সিদ্ধান্তের পক্ষে কথা বলেছেন। দীপিকার সমর্থনে ইতিমধ্যে কাজল, সাইফ আলি খান, রানা দগ্গুবতি এবং প্রিয়াংকা সরকারও নিজেদের অবস্থান প্রকাশ করেছেন।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেত্রী বিদ্যা বালান বিষয়টি নিয়ে ভিন্নমত নয়, তবে তার বক্তব্যে ব্যক্তিগত এক আক্ষেপের সুরও ধরা পড়ে। হলিউড রিপোর্টার ইন্ডিয়া-কে দেওয়া এক মন্তব্যে বিদ্যা বলেন, ‘মায়েদের কত ঘণ্টা কাজ করা উচিত, সেটি একটি যুক্তিসঙ্গত আলোচনা। প্রতিটি ইন্ডাস্ট্রিতেই এমন ব্যবস্থা থাকা দরকার, যাতে নতুন মায়েরা ক্যারিয়ারে স্যাক্রিফাইস না করে।’

তিনি বলেন, ‘আমি মা হইনি। তাই ১২ ঘণ্টা কাজ করতে পারি, আমার কোনো আপত্তি নেই। আমি যে ধরনের সিনেমায় কাজ করি, সেখানে ৮ ঘণ্টার মধ্যে কাজ শেষ করা সম্ভব হয় না। যেহেতু আমি একা, আমার হাতে সময় আছে। তাই আমি ১২ ঘণ্টার শিফটেই কাজ করি।’

২০১২ সালে বিদ্যা বালান সিদ্ধার্থ রায় কাপুরকে বিয়ে করেন। দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যজীবনেও তাদের কোনো সন্তান নেই। যদিও ব্যক্তিগত এই বিষয় নিয়ে কখনো প্রকাশ্যে মুখ খোলেননি বিদ্যা, তবে দীপিকা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তার কণ্ঠে কিছুটা আক্ষেপের ছোঁয়া অনুভূত হয়েছে।