উত্তরায় শুটিং বিরোধের সমাধান, ফের সচল ছোট পর্দার কাজ

উত্তরা সেক্টর-৪-এ শুটিং নিষেধাজ্ঞা নিয়ে সৃষ্ট বিরোধের অবসান হয়েছে। কল্যাণ সমিতির নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে এলাকায় আবার সচল হয়েছে ছোট পর্দার শুটিং কার্যক্রম।
গতকাল সন্ধ্যায় সেক্টর-৪ কল্যাণ সমিতির কার্যালয়ে এক আলোচনায় এই সমাধান হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
তিনি জানান, শুটিংয়ের সময় ও শৃঙ্খলা নিয়ে দ্রুত একটি নীতিমালা প্রণয়ন করে সমিতিতে জমা দেবে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)। আলোচনায় সিদ্ধান্ত হয়েছে, রাত ১১টার পর শুটিং নয়, এবং রাস্তায় শুটিংয়ের সময় যানজট ও জনদুর্ভোগ এড়াতে হবে।
লাবণী শুটিং হাউসের মালিক আসলাম হোসাইন বলেন, “এফটিপিও-র নিয়ম মেনেই হাউস পরিচালনা করব, যাতে স্থানীয়দের কোনো সমস্যা না হয়।”
আলোচনায় অংশ নেন হাউস মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আলিম, ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘের নেতারা।
উল্লেখ্য, গত ২০ জুলাই সেক্টর-৪ কল্যাণ সমিতি এক বিজ্ঞপ্তিতে শব্দদূষণ ও জনভোগান্তির অভিযোগ তুলে শুটিং নিষেধাজ্ঞা দেয়, যা নিয়ে নির্মাতা ও শিল্পীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। শেষপর্যন্ত আলোচনার মাধ্যমে বিষয়টির গঠনমূলক সমাধান হয়েছে।