রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৪ শ্রাবণ ১৪৩২

সদ্য বিনোদন

প্রকাশিত: ১১:১৮, ২২ জুলাই ২০২৫

আপডেট: ১১:১৯, ২২ জুলাই ২০২৫

উত্তরায় বিমান দুর্ঘটনা: লাইভে কাঁদলেন অভিনেত্রী তিশা 

উত্তরায় বিমান দুর্ঘটনা: লাইভে কাঁদলেন অভিনেত্রী তিশা 
ছবি: ফেসবুক

রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৭ জন। দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৭৮ জন। মর্মান্তিক এই ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে, যার প্রভাব পড়েছে বিনোদন অঙ্গনেও।

অভিনেত্রী তাসনুভা তিশা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন। তিনি জানান, নিজের মেয়েকে মাইলস্টোন স্কুলে ভর্তি করানোর কথা ভাবছিলেন তিনি। দুর্ঘটনার পর তিনি কান্নায় ভেঙে পড়েন এবং ফেসবুক লাইভে এসে বলেন, ‘আপনার যদি বাসায় থাকেন অথবা যেখানেই থাকেন, চেষ্টা করবেন উত্তরার যেসব হাসপাতালে মাইলস্টোন স্কুলের ছোট ছোট বাচ্চারা চিকিৎসা নিচ্ছে, সেখানকার খোঁজ নিতে।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হচ্ছে তারা আমার সন্তান। দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য, আল্লাহ যেন সবকিছু ঠিকঠাক রাখেন। এ বাচ্চাগুলো অনেক কষ্ট পাচ্ছে। আমার মেয়েকে এই স্কুলে ভর্তি করানোর কথা ভাবছিলাম। এখন সেটা চিন্তা করতেও ভয় লাগছে।’

অভিনেত্রীর ভাষায়, ‘আমি এখন নাটকের শুটিংয়ে আছি। বসে বসে একটার পর একটা খবর দেখছি। আমি নিজেও একজন মা, তাই এই বেদনা খুব কাছ থেকে অনুভব করছি।’

গতকাল দুপুর ১টার দিকে বিমানটি মাইলস্টোন স্কুলের পাঁচ নম্বর ভবনে আছড়ে পড়ে, যেটি ‘প্রজেক্ট-২’ নামে পরিচিত। ভবনটির দুটি তলায় ছিল ১৬টি শ্রেণিকক্ষ, যেখানে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ক্লাস হতো। ছুটির পর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা সেখানে কোচিং করছিল। দুর্ঘটনার সময় বিমানটি তৃতীয় ও চতুর্থ শ্রেণির কক্ষের সামনেই বিধ্বস্ত হয়।