ভারতের চলচ্চিত্রে অর্ধশতক, বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার রজনীকান্ত
বিনোদন জগতে দীর্ঘসময় টিকে থাকা যেমন কঠিন, তেমনি বিরল। কিন্তু ভারতীয় সুপারস্টার রজনীকান্তের ৫০ বছরের যাত্রা শুধু টিকে থাকা নয়, এ যেন এক নিরবচ্ছিন্ন রাজত্ব। তার সিনেমা হলকে মন্দিরে, দর্শককে ভক্তে পরিণত করেছে। খবর বিবিসি’র। শিবাজি রাও গায়কোয়াড় নামের এক সাধারণ মানুষ ১৯৭৫ সালে ‘অপূর্ব রাগাঙ্গাল’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। এরপর পাঁচ দশকে ১৭০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে তিনি হয়ে ওঠেন ভারতীয় সিনেমার এক অনন্য প্রতীক।