বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৬:২৬, ১২ সেপ্টেম্বর ২০২৫

বক্স অফিস এবং সমালোচকদের প্রশংসায় ভাসছে লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা

বক্স অফিস এবং সমালোচকদের প্রশংসায় ভাসছে লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা
ছবি: সংগৃহীত

বক্স অফিস এবং সমালোচকদের প্রশংসায় ভাসছে এবছর মুক্তি পাওয়া মালায়ালম সিনেমা লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা। গত ২৮ আগস্ট মুক্তির পর থেকেই ছবিটি দেশ–বিদেশে আয়ের ঝড় তুলেছে।

মাত্র ৩০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি মুক্তির ১৫ দিনে শুধু ভারত থেকে আয় করেছে ৯৭ কোটি ৭৫ লাখ রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ২১০.৫ কোটি রুপি। মুক্তির ১৫ দিনেই সিনেমাটি ৭ গুণ মুনাফার রেকর্ড গড়েছে।

ডমিনিক অরুণ পরিচালিত এ সিনেমারর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কল্যাণী প্রিয়দর্শন, নাসলেন, স্যান্ডি ও অরুণ কুরিয়ান। সিনেমাটির প্রযোজনা করেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা দুলকার সলমান।

আয়ের দিক থেকে লোকাহ এখন ২০২৫ সালে মুক্তি পাওয়া তৃতীয় সর্বোচ্চ আয়কারী মালায়লাম সিনেমা। মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে সিনেমাটি। যে ধারায় সিনেমাটি বক্স অফিসে আয় করে যাচ্ছে, তাতে শীর্ষ তিন সর্বোচ্চ আয়কারী মালায়ালাম সিনেমা, ‘এলটু এমপুরান’ (২৬৮ কোটি রুপি), ‘মাঞ্জুম্মেল বয়েজ’ (২৪২.৩ কোটি) ও ‘থুডারাম’ (২৩৭.৭৬ কোটি) সিনেমাগুলোর রেকর্ড খুব দ্রুতই ভেঙ্গে যেতে চলেছে ।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ