প্রধানমন্ত্রী হতে চাওয়া নিয়ে মুখ খুললেন কঙ্গনা

বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে পরিচিত কঙ্গনা রানাওয়াত এখন ভারতের লোকসভার সংসদ সদস্য। মান্ডি আসন থেকে নির্বাচিত হয়ে রাজনীতিতে সাড়া জাগালেও, বড় কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা তার নেই বলেই জানালেন এ অভিনেত্রী। সম্প্রতি 'এআইআর'-এর সঙ্গে এক সাক্ষাৎকারে কঙ্গনা স্পষ্টভাবে জানান, তিনি কখনোই ভারতের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেননি।
সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘আমি মনে করি না যে আমি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য যোগ্য এবং আমার তেমন কোনো উৎসাহও নেই। সমাজসেবা আমার পেশাগত ব্যাকগ্রাউন্ড ছিল না। আমি বরং স্বার্থপর একটি জীবন কাটিয়েছি বড় বাড়ি, দামি গাড়ি, হীরার প্রতি আকর্ষণ এসবই ছিল আমার লক্ষ্য। আমি চেয়েছি, আমাকে সুন্দর দেখাক।’
সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা কেমন, এমন প্রশ্নের জবাবে কঙ্গনা জানান, এই পেশায় ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিচ্ছেন তিনি। তবে এখনো এতে খুব বেশি আনন্দ খুঁজে পাননি। তার ভাষায়, ‘মানুষ এসে কখনো ড্রেন পরিষ্কার করতে বলে, কখনো রাস্তা ঠিক করতে বলে। অথচ এসব রাজ্য সরকারের দায়িত্ব। কিন্তু আমাকে বলছে নিজের টাকা দিয়ে এসব কাজ করতে!’
রাজনীতিতে নারীর অধিকার নিয়ে অতীতে সরব থাকলেও, বর্তমান দায়িত্বকে সমাজসেবা হিসেবে দেখছেন তিনি। তবে এটিকে নিজের কোনো ‘মহান ত্যাগ’ হিসেবে ভাবতে নারাজ কঙ্গনা।
অভিনয়েও থেমে নেই এই তারকা। সর্বশেষ তাকে দেখা গেছে ‘ইমার্জেন্সি’ সিনেমায়। এবার প্রথমবারের মতো পা রাখতে চলেছেন হলিউডে আসন্ন হরর মুভি ‘ব্লেডস দ্যা ইভেল’-এর মাধ্যমে, যা প্রযোজনা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক ’লায়ন সিনেমা’। নিউইয়র্কে শুরু হবে সিনেমাটির শুটিং আগামী বছর। পাশাপাশি আর মাধবনের সঙ্গে একটি মনোবৈজ্ঞানিক থ্রিলারেও কাজ করার পরিকল্পনা রয়েছে তার।