রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৪ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৯, ৯ জুলাই ২০২৫

আপডেট: ১৭:০১, ৯ জুলাই ২০২৫

ঈদের ছবিতে শাকিবের তিন কোটি পারিশ্রমিক? নির্মাতা বলছেন গুজব

ঈদের ছবিতে শাকিবের তিন কোটি পারিশ্রমিক? নির্মাতা বলছেন গুজব

১৯৯৯ সালে সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালোবাসা’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করা শাকিব খান এখন ঢালিউডের শীর্ষ তারকা। দীর্ঘ ক্যারিয়ারে একের পর এক হিট ছবি উপহার দিয়ে তৈরি করেছেন নিজের স্বতন্ত্র অবস্থান। আর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তার পারিশ্রমিকও।

‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’, ‘বরবাদ’ ও সর্বশেষ ‘তাণ্ডব’— সাম্প্রতিক এসব ছবিতে শাকিব খান যেন নিজের আগের সব রেকর্ডই ভেঙে দিয়েছেন। বিশেষ করে পারিশ্রমিকের দিক দিয়ে তিনি পৌঁছে গেছেন নতুন উচ্চতায়। ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির জন্য ৫০ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে আলোচনায় এলেও, এরপর ‘বরবাদ’ ছবিতে তার পারিশ্রমিক গড়ায় আরও ওপরে।

সাম্প্রতিক গুঞ্জন অনুযায়ী, ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা নতুন ছবির জন্য শাকিব খান নিয়েছেন তিন কোটি টাকা! সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরে জল্পনা তৈরি হয়েছে সিনে মহলে। যদিও ছবির নির্মাতা আবু হায়াত মাহমুদ বিষয়টিকে সাফ ‘ভিত্তিহীন ও গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন।

তবে অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্র ভিন্ন দাবি করছে। তাদের ভাষ্য, শাকিব খান ছবিটির জন্য ইতোমধ্যে সাইনিং মানি হিসেবে দুই কোটি টাকা হাতে পেয়েছেন। বাকি অর্থ ব্যাংক কিংবা নগদের মাধ্যমে পরিশোধ করা হবে। তাহলে নির্মাতা কেন ‘গুজব’ বলছেন? জবাবে সূত্রটি বলছে, এটি কৌশলগত সিদ্ধান্ত, বাজার ও আলোচনার ভারসাম্য বজায় রাখতেই পরিচালকের এই নিরবতা।

এদিকে আরেক নির্মাতা মেহেদী হাসানের সিনেমায় শাকিব খানের কাজ করার কথা থাকলেও পারিশ্রমিক বেশি হওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে গেছে বলেও গুঞ্জন রয়েছে। যদিও ‘বরবাদ’-এর প্রযোজক শাহরিন আক্তার বিষয়টি অস্বীকার করেছেন।

শাকিব খানের পারিশ্রমিক নিয়ে এত আলোচনা হলেও, তার ঘনিষ্ঠরা বলছেন, এটি তার প্রাপ্য। কারণ, তিনি এখন এমন অবস্থানে পৌঁছেছেন যেখানে একটি ছবি মূলত তার তারকাখ্যাতিকেই ঘিরে বাজারে আসে। ঈদকে কেন্দ্র করে অনেক নির্মাতাই তাকে নিয়ে ছবি করার আগ্রহ দেখান, প্রস্তাব আসে একাধিক।

ঈদের ছবিটির চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। এটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ, যার এটি প্রথম চলচ্চিত্র হলেও তিনি বলছেন, ‘বাংলাদেশের প্রত্যেক পরিচালকের ইচ্ছা থাকে শাকিব খানকে নিয়ে ছবি করার। আমি নিজেকে অনেক লাকি মনে করছি যে প্রথম ছবিতেই উনাকে পেয়েছি।’

নতুন প্রজন্মের নির্মাতা আর শীর্ষ তারকা শাকিব খান— এই জুটি কতটা সফল হবে, সেটা দেখার অপেক্ষায় এখন ঢালিউড। আর পারিশ্রমিক যতই হোক, বক্স অফিসে যদি ‘ব্লকবাস্টার’ হয়, তাহলে প্রশ্নটা দাঁড়ায়— পারিশ্রমিক, নাকি বিনিয়োগ?