বিয়েতে রাজি ছিলাম না, আব্বু-আম্মু রাজি করিয়েছে: মুনমুন
‘প্রথমে রাজি ছিলাম না, কিন্তু পরে আব্বু-আম্মু সবাই আমাকে বোঝায় জামিল ভালো ছেলে, রাজি হও’, এমই মন্তব্য করেছেন ছোট পর্দার অভিনেত্রী মুনমুন আহমেদ মুন। তিনি বলেন, ‘আমার বিয়েটা হয়েছে নোয়াখালীতেই’। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ কথা নিজেই জানিয়েছেন। মুনমুন বলেন, ‘আম্মু আগে বলত যে নোয়াখালী বা বরিশালের ছেলেদের কাছে আমাকে বিয়ে দেবে না। আমার তিন ভাই আছে, তাদের কাউকেও নোয়াখালীর ছেলেকে বিয়ে করাবে না।’