তেলুগু অভিনেতা ফিশ ভেঙ্কট আর নেই

তেলুগু চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা ফিশ ভেঙ্কট আর নেই। শুক্রবার (১৮ জুলাই) ভারতের হায়দ্রাবাদের আর বি এম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৩ বছর বয়সে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন তিনি এবং গত ৯ মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ভেন্টিলেটরে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার দুটি কিডনিই বিকল হয়ে গিয়েছিল।
চিকিৎসার জন্য প্রায় ৫০ লাখ রুপি প্রয়োজন হলেও অর্থসংকটে তার পরিবার পূর্ণাঙ্গ চিকিৎসা করাতে পারেনি। অভিনেতা বিশ্বক সেন ২ লাখ রুপি সহায়তা দিলেও তা পর্যাপ্ত ছিল না।
২০০০ সালে চলচ্চিত্রে পা রাখেন ফিশ ভেঙ্কট। অভিনয় করেছেন ৮০টিরও বেশি ছবিতে। অভিনয়ে আসার আগে তিনি মুশিরাবাদে মাছ বিক্রি করতেন, যার কারণে ‘ফিশ ভেঙ্কট’ নামে পরিচিতি লাভ করেন।
তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘বান্নি’, ‘আদি’, ‘আধুরস’, ‘গাব্বর সিং’, ‘ডিজে তিল্লু’, ‘দিল’, ‘আত্তারিন্তিকি দারেদি’ ও ‘নায়ক’। তেলেঙ্গানার আঞ্চলিক উপভাষায় সংলাপ বলার দক্ষতার কারণে তিনি বিশেষভাবে জনপ্রিয় হন। অনেক ছবিতে তিনি খল চরিত্রেও অভিনয় করেছেন। চলতি বছরের জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ‘কফি উইথ আ কিলার’ ছিল তার শেষ সিনেমা।
মৃত্যুকালে তিনি স্ত্রী সুভর্ণা ও কন্যা শ্রাবন্তীকে রেখে গেছেন। তার মৃত্যুতে তেলুগু চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, পরিচালক ও ভক্তরা সামাজিক মাধ্যমে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন।