বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য বিনোদন

প্রকাশিত: ১৮:০০, ১৯ জুলাই ২০২৫

শুটিংয়ে গুরুতর আহত শাহরুখ খান

শুটিংয়ে গুরুতর আহত শাহরুখ খান

মুম্বাইয়ের একটি স্টুডিওতে শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত স্পাই থ্রিলার ‘কিং’ ছবির একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আঘাত এতটাই গুরুতর যে আগামী দুই মাস শুটিং থেকে বিরত থাকতে হবে শাহরুখকে। যদিও শরীরের ঠিক কোন স্থানে আঘাত লেগেছে তা স্পষ্টভাবে জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে, তার পেশিতে গুরুতর চোট লেগেছে। চিকিৎসার জন্য খুব শিগগিরই তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হতে পারে।

এর আগেও বিভিন্ন সিনেমার শুটিংয়ে স্টান্ট করতে গিয়ে একাধিকবার আহত হয়েছেন শাহরুখ খান। তবে এবারের আঘাত আগের চেয়ে জটিল। চিকিৎসকরা তাকে এক থেকে দুই মাস পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। ফলে আগামী সেপ্টেম্বরের শেষ কিংবা অক্টোবরের মাঝামাঝি সময়ের আগে ‘কিং’ সিনেমার শুটিংয়ে ফেরা সম্ভব হচ্ছে না।

‘কিং’ ছবির শুটিং শুরু হয়েছিল চলতি বছরের মে মাসে। মেগাবাজেটের এই স্পাই থ্রিলার মুক্তি পাবে ২০২৬ সালে। ছবিতে গোয়েন্দা চরিত্রে অভিনয় করছেন শাহরুখ কন্যা সুহানা খান।
 

সর্বশেষ