বিয়েতে রাজি ছিলাম না, আব্বু-আম্মু রাজি করিয়েছে: মুনমুন

‘প্রথমে রাজি ছিলাম না, কিন্তু পরে আব্বু-আম্মু সবাই আমাকে বোঝায় জামিল ভালো ছেলে, রাজি হও’, এমই মন্তব্য করেছেন ছোট পর্দার অভিনেত্রী মুনমুন আহমেদ মুন। তিনি বলেন, ‘আমার বিয়েটা হয়েছে নোয়াখালীতেই’।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ কথা নিজেই জানিয়েছেন। মুনমুন বলেন, ‘আম্মু আগে বলত যে নোয়াখালী বা বরিশালের ছেলেদের কাছে আমাকে বিয়ে দেবে না। আমার তিন ভাই আছে, তাদের কাউকেও নোয়াখালীর ছেলেকে বিয়ে করাবে না।’
চলতি বছর বিয়ের পিঁড়িতে বসেছেন জনপ্রিয় ছোট পর্দার অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদ মুন। দুজনেই একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন, সেখান থেকেই গড়ে ওঠে পরিচয় ও সম্পর্ক। একসময় সেই সম্পর্ক গড়ায় ভালোবাসায়, এবং দুই পরিবারের সম্মতিতেই সম্পন্ন হয় বিয়ে।
মুনমুনের ভাষায়, সব অঞ্চলের মানুষই ভালো-মন্দ মিশ্র। তিনি বলেন, ‘আমি এখন মনে করি, সব দেশেই ভালো-মন্দ দুই ধরনের মানুষ থাকে। জামিলের জন্ম সিলেটে হলেও, তার পৈতৃক নিবাস নোয়াখালী। কিন্তু সে সত্যিই একজন ভালো মানুষ।’
বর্তমানে দাম্পত্য জীবনের পাশাপাশি কাজেও ব্যস্ত এই জুটি। মুনমুন জানান, তাদের একটি নতুন কাজ সম্প্রতি আরটিভিতে প্রচারিত হয়েছে।
ঢাকায় বেড়ে ওঠা মুনমুন ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেন। ২০১৭ সালে উচ্চশিক্ষার জন্য যান মালয়েশিয়ায়, যেখানে মাহশা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। মডেলিং দিয়েই বিনোদন জগতে পথচলা শুরু, এ পর্যন্ত তিনি ১৫টিরও বেশি বিজ্ঞাপনে কাজ করেছেন। অল্প সময়েই নাটকে সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করেছেন এই তরুণী।