ওটিটির অশালীন কনটেন্টে ক্ষুব্ধ পরেশ রাওয়াল

বর্তমান ওটিটি কনটেন্টের ধারা নিয়ে সরাসরি অসন্তোষ প্রকাশ করেছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা পরেশ রাওয়াল। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানান, অধিকাংশ ওয়েব সিরিজে অহেতুক যৌনতা ও অশ্রাব্য ভাষার ব্যবহার বাড়ছে, যা দর্শক টানার সস্তা কৌশল ছাড়া কিছুই নয় বলে মনে করেন তিনি।
পরেশ রাওয়ালের মতে, এখনকার বেশিরভাগ সিরিজেই গালিগালাজ ও অশ্লীল দৃশ্য প্রায় অবধারিত। তার ভাষায়, ‘কথায় কথায় যৌনতার দৃশ্য দেখানো হয়, তাও কোনো প্রাসঙ্গিকতা ছাড়াই। এটি শুধু দর্শকদের দৃষ্টি আকর্ষণের এক সস্তা প্রচার কৌশল।’
তিনি মনে করেন, এই প্রবণতায় অনেক দর্শকই বিরক্ত হয়ে উঠছেন। নির্মাতারা যদি নিজেরা এই ধারার পরিবর্তন না আনেন, তাহলে বিষয়টি নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপও প্রয়োজন হতে পারে বলে মত দেন বর্ষীয়ান এই অভিনেতা।
পরেশ রাওয়াল বলেন, ‘সিনেমা বা সিরিজে আমরা বাস্তবতার প্রতিফলন তুলে ধরার চেষ্টা করি ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে সমাজের প্রতিটি কদর্য দিক হুবহু দেখাতে হবে। গল্প বলার একটি সৌন্দর্য থাকে—সেটা রক্ষাই শিল্পীর কাজ।’
তিনি আরও যোগ করেন, ‘বিষয়বস্তুর নির্বাচনের সময় আমাদের বিবেচনা ও দায়িত্ববোধ থাকা উচিত। কিছু বিষয় দর্শকদের কাছে শালীন উপায়ে পরিবেশন করলেও একই বার্তা পৌঁছে দেওয়া সম্ভব।’
সম্প্রতি ‘হেরা ফেরি ৩’ থেকে সরে দাঁড়ানোর ঘোষণার মাধ্যমে আলোচনায় আসা এই অভিনেতা পরে আবার বাবুবাইয়া চরিত্রে ফিরছেন বলে জানান। আর এবার ওটিটি কনটেন্ট নিয়ে তার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক ও ভাবনার সূত্রপাত।