আমার ছেলের কোনো বাবা নাই’: মারিয়া মিম

২০১২ সালে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানকে বিয়ে করেছিলেন মডেল মারিয়া মিম। এক বছর পর তাদের ঘর আলোকিত করে আসে ছেলে আরশ হোসেন। প্রথমদিকে সুখের সংসার হলেও, ২০১৮ সালে মিমের বিনোদন জগতে ফেরার আগ্রহে শুরু হয় দাম্পত্য কলহ। যার পরিণতিতে ২০১৯ সালে বিচ্ছেদ ঘটে।
বর্তমানে একমাত্র সন্তানকে নিয়ে একক মাতৃত্বের দায়িত্ব পালন করছেন মিম। ছেলে এখন পঞ্চম শ্রেণিতে পড়ছে এবং মা-ই তার জীবনের একমাত্র ভরসা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিম নিজের অতীত, মাতৃত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলাখুলি কথা বলেন।
প্রাক্তন স্বামীর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে মিম বলেন, ‘আমি ওর মুখই দেখতে চাই না। ৬-৭ বছর ধরে ওর সঙ্গে কোনো যোগাযোগ নেই।’
ছেলেকে নিয়ে মিমের মন্তব্য আরও স্পষ্ট: ‘আমার ছেলের বাবাও আমি, মা ও আমি। আমার ছেলের কোনো বাবা নাই। আমার ছেলেও এখন তার বাবাকে পছন্দ করে না। তার সবকিছুই আমি।’
সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে মিম বলেন, ‘আমার ছেলে দেশের বাইরে পড়াশোনা করবে। আমি চাই সে ডাক্তার হোক, কিন্তু ও কী হতে চায়—তা সময়ই বলে দেবে। কারণ, আমিও তো ডাক্তার হওয়ার কথা ছিলাম, হয়ে গেছি মডেল!’
উল্লেখ্য, মারিয়া মিম বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। চলতি বছরের মে মাসে এক যুবকের সঙ্গে ছবি শেয়ার করায় নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জন ছড়ায়। যদিও বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি তিনি।