বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৭:২৩, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৭:২৬, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বন্ধ হচ্ছে মণিহার সিনেমা হল!

বন্ধ হচ্ছে মণিহার সিনেমা হল!
ছবি: সংগৃহীত

দেশের সর্ববৃহৎ সিনেমা হল যশোরের ঐতিহ্যবাহী 'মণিহার' এখন বন্ধ হওয়ার শঙ্কায়। একসময় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হল মণিহার প্রেক্ষাগৃহে সারা বছর দর্শকের ভিড় লেগেই থাকত। কিন্তু এখন ঈদ মৌসুম ছাড়া দর্শক নেই বললেই চলে। ফলে লোকসান সামলাতে হিমশিম খেতে হচ্ছে মালিকপক্ষকে।

হলটির কর্ণধার জিয়াউল ইসলাম মিঠু বলেন, 'নতুন দেশি ছবির অভাব ও আমদানিকৃত ছবি চালানোর সুযোগ না থাকায় টলিউডের পুরনো ছবি দিয়ে কোনোভাবে হল সচল রাখা হচ্ছে। “আগে প্রতি সপ্তাহে দুটি ছবি পেতাম, এখন মাসেও পাই না। মাসে অন্তত দুটি ভালো ছবি পেলেও টিকে থাকা সম্ভব। কিন্তু দেশি ছবি নেই, আবার আমদানিও বন্ধ। এভাবে হলে বাঁচবে না।'

রক্ষণাবেক্ষণের খরচ আসছে কীভাবে জানতে চাইলে হল মালিক বলেন, ‘ঈদ মৌসুম ছাড়া মনিহার এখন আর নিজের খরচ তুলতে পারে না। আমাদের এটা কমপ্লেক্স হওয়ায় বেশকিছু দোকান, আবাসিক হোটেল, কমিউনিটি সেন্টারের ভাড়া থেকে আয়কৃত অর্থ দিয়ে হল রক্ষণাবেক্ষণ করা হয়।’ 

বিদেশী ছবি আমদানির বিষয়ে মিঠু বলেন, ‘মাস দেড়েক আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবালয় গিয়ে হল মালিকরা আলোচনা করে এসেছি। তবে এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে ছবি আমদানির বিষয়ে কোনো আশ্বাস দেয়নি।’

অতীত স্মৃতিচারণ করতে গিয়ে মিঠু বলেন, 'দেশে একসময় ১,৩০০ সিনেমা হল ছিল। এখন আছে ৭০-৭৫টির মতো। এর মধ্যেও অনেকগুলো বন্ধ হয়ে গেছে। মণিহারও সেই তালিকায় চলে যেতে পারে।'

১৯৮৩ সালের ৮ ডিসেম্বর যাত্রা শুরু করা ১,৪০০ আসনের এই আধুনিক স্থাপত্যশৈলীর সিনেমা হলটির সাজসজ্জার হয়েছিল কিংবদন্তি শিল্পী এসএম সুলতানের তত্ত্বাবধানে। আজ চার দশক পর এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মণিহার সিনেমা হল টিকে থাকার লড়াই করছে।

সর্বশেষ