রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সিনেমা হল

সিনেমা হল

এমা অ্যাওয়ার্ডে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ‘নিশি’

এমা অ্যাওয়ার্ডে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ‘নিশি’

এমা অ্যাওয়ার্ডের স্বল্পদৈর্ঘ্য বিভাগে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশী স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘নিশি’। যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ডের ৩৫তম আসরে প্রদর্শিত হবে গোলাম রাব্বানী ও জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি। রোববার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় সকালে সিনেমাটি প্রদর্শিত হয়েছে। প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া জানিয়েছে, এই নমিনেশন পাওয়ার মাধ্যমে ‌নিশি এখন বিশ্বের সেরা তিনটি স্টুডেন্ট ফিল্মের একটি, যা বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের জন্য এক বিশাল অর্জন।