রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সিলেট

সিলেট

টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে খাদে বাস, মা-মেয়ের মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে খাদে বাস, মা-মেয়ের মৃত্যু

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে খাদে উল্টে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক মা ও তার মেয়ে। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তাদের মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কর্মকর্তা। পরিবারসহ তারা টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাচ্ছিলেন।