রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৪, ১ নভেম্বর ২০২৫

সিলেটে বাসদের কার্যালয় থেকে ২২ নেতাকর্মী আটক

সিলেটে বাসদের কার্যালয় থেকে ২২ নেতাকর্মী আটক
ছবি: সংগৃহীত

সিলেট মহানগরীতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদের) কার্যালয় থেকে ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১ নভেম্বর) দুপুরে আম্বরখানার কার্যালয় থেকে তাদের আটক করে পুলিশ। পরে তাদের কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। তবে এখনও আটক নেতাকর্মীদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

সিলেট পুলিশ জানিয়েছে, মহানগরীতে বাসদ ঘোষিত ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। তবে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ জমায়েত করায় তাদেরকে আটক করা হয়েছে।

গ্রেফতারের বিষয়ে সংগঠনটির সিলেট মহানগর শাখার আহ্বায়ক আবু জাফর বলেন, 'বাসদের অপরাধ রিকশা-শ্রমিকদের অধিকার আদায় এবং চলমান সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কথা বলা। গতকাল মহানগর কমিশনারের নির্দেশনা মেনে কর্মসূচি স্থগিতও করা হয়েছিল। কার্যালয়ে সংগঠনের পত্রিকা 'ভ্যানগার্ড' নিয়ে মাসিক পাঠচক্র চলাকালে পুলিশ নেতাকর্মীদের আটক করে নিয়ে যায়।একটি রাজনৈতিক দলের অফিস থেকে এভাবে গ্রেফতারের নিন্দা জানাচ্ছি। অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে।'

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ