আমরা প্রতারণাকে ‘না’ বলছি: রুমিন ফারহানা
বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ২৭০ কার্যদিবস আলোচনার পরও যে বিষয়গুলোতে দলগুলোর ভিন্নমত রয়েছে, সেগুলো স্পষ্ট না করেই আদেশ জারি করার কথা বলা হচ্ছে। ভোটে যে প্রশ্ন থাকবে, সেখানে ডিসেন্টিং বা ভিন্নমতের জায়গাটাকে একেবারে উপেক্ষা করে সনদ ঘোষণা করা হচ্ছে। এটি জাতির সঙ্গে প্রতারণা, আর এই প্রতারণাকে আমরা ‘না’ বলছি। শনিবার রাতে (৩০ অক্টোবর) এক বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।